করোনাভাইরাস : ইতালিতে হাজার ছাড়লো মৃত্যুর মিছিল

 প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৪:০২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৮৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে ইউরোপের দেশটিতে হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। 

এর আগের দিন ১৯৬ জনের মৃত্যু হয়। এরও আগের দিন প্রাণ যায় ১৬৮ জনের। প্রাণঘাতী ভাইরাসটিতে অবরুদ্ধ পুরো শহর। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে। 

এদিকে মৃতের চেয়ে কয়েকগুণ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জনসমাগম না থাকা সত্যেও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে আক্রান্তের মিছিল। যেখান থেকে অনেকেই লাশ হয়ে ফিরছেন। খবর- চায়না সাউথ মর্নিং পোস্ট।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭শ’ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১১৩ জনে পৌঁচেছে। যা চীনের পরেই সর্বোচ্চ। 

ইতালিতে হাজার ছাড়লো মৃত্যুর মিছিল

চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে পৃথিবীর অন্যান্য অঞ্চলের ন্যায় ইউরোপীয় রাষ্ট্রগুলোতে এর প্রভাব পড়েছে। যার সবচেয়ে বেশি ভুক্তভোগী রোমীয়রা। দেশটিতে একরকম অবরুদ্ধ অবস্থায় রয়েছে ছয় কোটি মানুষ। 

করোনার সংক্রমণ থেকে বাঁচতে খাবার দোকান ও ফার্মেসি ছাড়া সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। 

শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪০ জনের। আর আক্রান্তের সংখ্যা ১ লাখ সাড়ে ৩১ হাজার ছাড়িয়েছে। সাড়ে ৬৮ হাজারেও বেশি মানুষ। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করেছে। বুধবার (১১ মার্চ) সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস জানান, গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর: